Ridmik Keyboard has been checked carefully before the final release. But still you might face issues as different manufacturers modify the android OS in their own way.
Here you can leave your suggestions, comments about Ridmik Keyboard. Your valuable suggestions will let me make the keyboard better in future versions. If you find a problem/bug you can state it here or you can just mail me.
Thank you.
ধন্যবাদ এতো সুন্দর একটি কিবোর্ড উপহার দেয়ার জন্য৷ আমার মন্তব্য :
১. ইংলিশ এ qwerty এর পাশাপাশি phonepad থাকলে ভাল হত৷
২. অবিধান আরো বড় করুন৷
3. বাংলা তিন কই?
৪. emoticon এর icon টা পাল্টান, ভূতের মত দেখায়৷
Thank you for your comment.
1. স্মার্টফোনে phonepad দিয়ে তেমন একটা লিখা হয় না। তাই phonepad দিলে দেখা যাবে বাংলা/ইউনিজয় এ যেতে একবার বেশি spacebar swipe করতে হচ্ছে
2. অভিধান যথেষ্ঠ বড় আছে। আমি ভাবছিলাম যেসব শব্দ কম ব্যবহৃত হয় সেগুলো বাদ দিতে। এতে র্যাম কম লাগবে।
3. আপনি কি ২ এর পর ৩ লিখতে গিয়ে ব্যাপারটি ধরতে পেরেছেন? :P আপাতত ইউনিজয়/Symbols mode থেকে তিন লিখতে পারেন। আগামী আপডেটে এটা যোগ করা হবে।
4. emoticon এর জন্য ভাল icon পাচ্ছি না। এটা আমারো ভাল লাগে নি। but unfortunately I’m not good at photoshop :)
ভাইয়া আমার কিবোর্ড এর স্পেস বাটন এর পাশে একটা বাটন উঠে থাকে ফেসবুক চালানোর সময়। এটা ডাবল/ট্রিপল স্পেস এর কাজ করে কিন্তু আমার স্পেস বাটনের জায়গার অনেক খানি দখল করে আছে তাই স্পেস টিপ্তে গিয়ে ওখানে চাপ লাগছে। আমি অই বাটন সরাবো কিভাবে??
ভাই েলখা েতা মােঝ মােঝ সমস্যা হেয়েছ..
আপনার ফোনে বাংলা সাপোর্ট না থাকলে একটু প্রব্লেম হবেই। এটা সম্পূর্ণভাবে ফোনের উপর নির্ভর করে। আপনি Icecream-Sandwich এ আপডেট করে নিতে পারেন।
খুব মজা পাচ্ছি৷ ২ টা বর্ণ খুজে পাচ্ছিনা; এক হল বিসর্গ আরেকটা হসন্ত৷ জানাবেন প্লিজ৷
আসলে এত কম key তে বাংলা সব বর্ণ দেয়া অনেক কঠিন। আপনি হয়ত জানেন, অভ্রতে ৎ লিখতে t“ লিখতে হয়, কিন্তু রিদ্মিকে TH দিয়ে ৎ লিখতে হয়। এটা আপনাদের সুবিধার জন্যই দেয়া।
আর কীবোর্ডটা সম্পূর্ণরুপে একজনের বানানো। বুঝতেই পারছেন এতকিছু খেয়াল রাখা সম্ভব হয় নি :)
আশা করি আগামী আপডেটে এগুলো যোগ করা হবে। জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অলরেডি যথেষ্ঠ মেধার পরিচয় দিয়েছন৷ আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার৷ আবারো ধন্যবাদ৷
ধন্যবাদ আপনাকে
অ-সা-ধা-র-ন!!!
নতুন আপডেট টা খুব সুন্দর। লেয়াউট টা খুব ভাল হয়েছে।
ধন্যবাদ।
i can’t turn on phonetic or unibijoy….swiping of space bar is not working….please help me.
Looks like you’re using Micromax A45. I don’t know anything about this phone. But I think swiping should work fine.
If It doesn’t then It’s the problem with the phone. I can’t do anything in this case.
Sorry!
Symphony w5 এ কাজ করে না।
দেখতেই পারছেন, অন্যান্য ফোনে ঠিকমত কাজ করছে। সুতরাং এটা কীবোর্ডের কোন সমস্যা না। তারপরও ফোনটি হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।
when I type in Bangla the ি keeps coming after the Bangla letter. eg. আমি আমি
could you make it clear? it’s not supposed to happen. which phone are you using?
I do not used this app. my phone is Sony Ericsson st15i. tail me why can I used this app.
Please follow the steps described in the installation page to enable Ridmik Keyboard for your phone
- আমি এটা বেবোহার
করতে পারছিনা ডাউনলোড করেছি তারপর
ইনসটল করেছি কিনতু ইংলিশ কিবোট
আসছে আমিার ফোন ঔ মিডেল হলো sony
ericsson -st15 -
Ridmik Keyboard enable করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ
1. Go to Settings > Language & Keyboard
2. Enable Ridmik Keyboard (tick the box just beside ‘Ridmik Keyboard’
3. Then open any typing field (can be new message, search box). long press on it.
4. Click Input Medthods
5. Select Ridmik Keyboard from the list
এরপর আপনি রিদ্মিক কীবোর্ড দেখতে পারবেন। কিন্তু তখন English Mode থাকবে। বাংলা লিখতে space bar সোয়াইপ(swipe) করুন। ধন্যবাদ
আমার sony xperia acro S ( http://www.gsmarena.com/sony_xperia_acro_s-4781.php ) ফোনে install করেছি কিন্তু ব্যবহার করতে পারছিনা । আমি keyboard choose করার জন্য text input box এ অনেকক্ষন long press করেছি but কিছুই হয়না। by the way আমি settings এ ridmik keyboard select করেছি । আমাকে একটু help করেন please । আমি type bangla ও install করেছিলাম । ওইটাতেও long press করলেও কিছুই হয়না। আমার ফোন বাংলা support করে। আমি বাংলা পড়তে পারি । বাংলার জন্য আপনার effort এর জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।
দেরীতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত। text input box এ লং প্রেস করলে কীবোর্ড সিলেক্ট করার অপশন আসার কথা। তবে আপনি যদি Android 4 (Ice-cream Sandwich) or later ব্যবহার কারী হন, তাহলে ইনপুট বক্স ওপেন করার পর, উপরের নোটিফিকেশন বারটা সোয়াইপ করে নিচে নামান, সেখানে “Select input method” লেখা দেখতে পাবেন। ঐটাতে ক্লিক করে লিস্ট থেকে রিদ্মিক কীবোর্ড সিলেক্ট করুন। ধন্যবাদ।
আমার েফান হল HTC ONE V
আমার িকেবাড্ প্রায় বন্ধ হেয় যায়। বেল unfortunately your rid.mik keyboard has stopped.েকন এমনিট হয় বারবার? আিম. juktakhar use করেত পারিছ না েকন?
রিলেটেড ফোনটি না দেখলে বলা যাবে না সমস্যাটা কোথায়। দুঃখিত।
I am using HTC ChaCha handset which has qwerty keypad. I can’t type bangla using this set. Is it only for on screen keyboard? Please help me out. I want to type bangla using my handset
It’s an onscreen keyboard, that’s right. But I think you should be able to type using hardware keypad in phonetic mode & english mode pretty well.
আমার Samsung Galaxy S3 mini (android 4.1.1 jelly bean) এ কীবোর্ডটা অনেক ছোট (স্যামসাং কীবোর্ড এর অর্ধেক)। বাটন গুলো এত ছোট যে অক্ষর বুঝতেও কষ্ট হয়। সমাধান দিবেন প্লিজ, সমষ্টিগত ভাবে সম্ভব না হলে বাক্তিগত ভাবে ইমেইল করে হলেও । নতুবা layout টা অসাধারণ।
কিছু কিছু Samsung Galaxy S3 ফোনে এই সমস্যা দেখা দিচ্ছে। এটা ফোনের সমস্যা।
আমার ফোন হচ্ছে Sony Xperia J
রিদ্মিক কীবোর্ড দিয়ে ল্যান্ডস্কেপ মুডে টাইপ করতে
করা যাচ্ছে না। কীবোর্ড এর অতিরিক্ত উচ্চতার কারণে
কি যে লিখছি সেটাই দেখা যায় না। ব্যাপারটা অনুভব করার জন্য
স্ক্রিনশট দুটো দেখা যেতে পারে। ইমেইলে পাঠিয়েছি।
এছাড়া Key-press vibration duration
ইচ্ছামত কন্ট্রোল করার ফিচারটা থাকলে খুব
ভাল হত। নতুবা ভাইব্রেশান ডিউরেশন কমিয়ে
20 ms দিলে ভাল হয়।
Ami archos 70 internet tablet e ridmik keybord download diesi,install korersi.setting e language and keybord e rimik keyboard enable koresi.kintu keybord ta ager motoi english word a vorpur.amar device ti te bangla dekhte pari kintu ridmik keyboard a lekhte parchi na. PLEASE HELP ME
Read this: http://androidkothon.com/post-id/803
আপনার কীবোর্ডটি চমৎকার। আমি সনি এবং স্যামসাংয়ের কয়েকটি ডিভাইসে এটা ব্যবহার করেছি এবং এখনো করছি।
সম্প্রতি আমি ওয়ালটন প্রিমো ডি১(এন্ড্রয়েড ২.৩.৬) কিনেছি। এটাতে রিদ্মিক কীবোর্ড ইনস্টল হয়, কিন্তু কোন কিছু লিখতে গেলেই বার বার ফোর্স ক্লোজ হয়ে যাচ্ছে। আমি চাই, আপনি দেশীয় ব্র্যান্ড, বিশেষকরে সিম্ফোনী এবং ওয়ালটনের এন্ড্রয়েডগুলোতে রিদ্মিকের সাপোর্ট দিন। বর্তমানে অধিকাংশ লোকই লো এন্ডের এসব সেটই ব্যবহার করছে। আশা করি আপনি তাড়াতাড়িই এর সমাধান করবেন।
চমৎকার এ কীবোর্ডটি উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। অনেক ওয়াল্টন ফোনেই ঠিকভাবে চলছে, কিছু ফোনে চলছে না, সমস্যাটি ঠিক করার জন্য ফোনটি দেখা লাগবে, তার আগে কিছু করা সম্ভব হচ্ছে না।
this keyboard is really very good. can’t find any thing to complain. this can easily compete with any top keyboard apps. very easy to use and very fast. but I urge the developer to to add some more cool themes and customized vibration level. and the most IMPORTANT slide to go to number and symbol keyboard like jelly bean keyboard. keyboard hide button , and auto .com after email address
thanks
I’m using samsung y DUOS.When l type in bangla the ” ি,ে,্্ো” keeps coming after the bangla letter, resent l rooted my phone.please help me.thank u & good luck.
sorry, couldn’t help. it just shouldn’t happen.
আমার কিছু কথা আছে। read and answer point by point. মডেল ওয়াল্টন প্রিমো এফ১।
১। বারবার কিবোর্ড বন্ধ হয়ে যাচ্ছে। (রিদ্মিক কিবোর্ড হ্যাজ স্টপড আনএক্সপেক্টেডলি)
২। পোরট্রেইট মোডে কী-এর উচ্চতা অনেক বেশি।
স্ক্রিনের অর্ধেকটাই ঢেকে যায়।
দুটি পরামর্শ:
১। যতগুলি থীম আছে সবগুলোই প্রায় একই (শুধু রং ভিন্ন)। গোলাকার বুদবুদ আকৃতির বাটন হলে “আরামদায়ক” হত (চক্ষের জন্য)।
৩। গেসচার (gesture) এর মাধ্যমে নুমেরিক এবং সিম্বল কিপ্যাডে যাতায়াত করা গেলে সুবিধা হত।
২। স্পেসবার সুইপ করলে ফোনেটিক বা ফিক্সড যেকোন একটি আসুক। কোনটা আসবে তা সেটিঙে থাকুক। ইউনিজয় পেরিয়ে ইংরেজি কিংবা ফোনেটিক পেরিয়ে ইউনিজয়-এ যেতে দুইবার সুইপ করতে হয়। ঝামেলা।
৩। ইন্সটল করার পর ওপেন করেই যাতে “enable ridmik”, “select input method” অপশন গুলি পাওয়া যায়।
৪। একবার টিপলে শিফট, আবার টিপলে ক্যাপ্স লক বাদ দিয়ে, একবার টিপলে শিফট, দ্রুত দুইবার টিপলে ক্যাপস লকের ব্যবস্থা করুন।
দুইটি অমুলক প্রশ্ন:
১। আপনে কে?
২। ডেভেলপিং ছাড়া আর কী করেন?
ধন্যবাদ আপনাকে।
১. প্রায় সব ফোনেই ঠিকভাবে চলছে, আপনার ক্ষেত্রে সমস্যাটা কি তা ফোনটী না দেখলে বুঝা যাবে না, দুঃখিত।
২. এটা আশা করছি ঠিক হয়ে যাবে সামনের আপডেটে।
পরামর্শের উত্তরঃ
১. গোলাকার বাটনের জন্য আইকন দরকার, এটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না বলে আপাতত দেয়া সম্ভব হচ্ছে না।
৩. কীবোর্ডের উপর একদম বাম থেকে ডানে সোয়াইপ করুন
২. ফিক্সড লেআউট কে এই কীবোর্ডে প্রাধান্য দেয়া হয়েছে। বাংলা ভাষার নিজস্ব কীবোর্ড লেআউট রয়েছে, কঠিন হলেও সেগুলোতে অভ্যস্থ হওয়া আমাদের উচিত বলে আমি
মনে করি। আর ফোনেটিক ফলব্যাক হিসেবে দেয়া হয়েছে। তাছাড়া অনেক সময় দুইটাই দরকার লাগে, আর আপনি ডানে বামে দুই দিকেই সোয়াইপ করতে পারছেন
৩. এগুলো তো এখনই পাওয়া যায়।
৪. মোবাইল কীবোর্ডে এটিই স্ট্যান্ডার্ড
অমূলক প্রশ্নের উত্তরঃ
১. http://hasnath.net/about
২. পড়াশোনা করি। বুয়েটে CSE
i have used it in y samsunv galaxy ace. but now my wynncom g1 is not showing bangla in the keyboard. i have properly installed it and selected as default keyboard. please help.
your phone doesn’t have Bangla support.
at first, thanks for the nice keyboard!
ফোনেটিক ভার্সনে কোনো শব্দে ‘র’ ফলা দেওয়ার পর আর ‘য’ ফলা দেয়া যায় না, কিন্তু ইউনিজয় ভার্সনে দেওয়া যায়!
আশা করি বাগটি ঠিক করবেন! :)
ধন্যবাদ!
রিদ্মিক ইউস করছি ৪ মাস যাবত।
বললে পাম ভাবতে পারেন বাট এটাই সত্য যে আপনার অসাধারণ সৃষ্টি এটা। দারুন দেখিয়েছেন দাদা।
এনড্রোয়েড জগতে বাংলাকে অনেক দূর নিয়ে গেছেন(এক্টুও বাড়িয়ে বলছিনা)! অনেক বাংলা টাইপিং অ্যাপ এনেছি, রিদ্মিক এর সাথে তুলনা হয়না।
দাদা, আমি আপনার ফ্যান হয়ে গেছি।
আমার থেকে আপনার কাছে সাযেশন হচ্ছে-
১. ল্যান্সকেপ মুড এ সব লিখা এলমেলো হয়ে যায়। আশা করি পরবর্তী সংস্করণ এ এই সমস্যা থাকবে না।
২. নতুন কোন থিম দেওয়া যায় কি¿
৩. ডানে বামে যাওয়ার জন্যে বাটন থাকলে সুবিধা হতো। মাঝেমাঝে একটা ওয়ার্ড এর কাছে যেতে খুব দুর্ভোগ পোহাতে হয়ে। তাই ওই বাটন থাকলে ২ ১ টা ওয়ার্ড এদিক সেদিক যেতে ওই ঝামেলা হতনা।
৪. লিখে, তা ভুলে কেটে দিলে আন্ডো করার সুবিধা দেওয়া যেতেপারে। সিস্টেম এর আন্ডো টা তেমন ভাল না।
———— http://www.facebook.com/AfzalSabbir
ধন্যবাদ আপনাকে। আশাকরি নতুন আপডেটটি উপভোগ করছেন।
এ-কার ই-কার ও-কার দেওয়া যাচ্ছেনা আমার – samsubg galaxy Tab 2 -7″ .I type easily Bangla ln other Smsng tabs. Somebody help me.
অনুগ্রহ করে ridmiklab@gmail.com এ স্ক্রীনশট পাঠান।
ট্যাবলেট ডিভাইসের জন্য একটা ভার্সন বের করুন প্লিজ। এই ভার্সনটা ট্যাবলেেট ব্যবহার করা বেশ সমস্যাজনক :( ল্যান্ডস্ক্যাপ মুডে লে আউটটা তিনভাগ হয়ে যায়।
তিনভাগের ব্যাপারটা আপনার সুবিধার জন্যই দেয়া হয়েছে, তানাহলে মাঝখানের কী গুলোতে হাত পৌচানো কষ্টকর হয়ে যায়।
প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ!
ট্যাবলেটে landscape mood এ English টাইপ করার সময় ফুলষ্টপ (.) আর এন্টার বাটন চলে যায়।
এটা খেয়াল করেছন কি? কিছু করা যাবে কিনা?
নতুন আপডেটে এটা হবার কথা না। জানাবেন।
Hello, I am interested in using your keyboard–but from my computer, I am used to the Ekushey Shadhinota Inscript layout from http://ekushey.org/?page/inscript_layout . Would you consider adding that layout, or the similar Microsoft-compatible layout from http://en.wikipedia.org/wiki/File:Inscript_Bengali.svg , as a third fixed-keyboard option?
এটা ফোনে দিতে হলে, এক রোতে ১৩ টি কী লাগবে, কিন্ত বর্তমানে যেসব লেয়াউট কীবোর্ডে দেয়া আছে সবগুলোতেই ১০ টি কী আছে সর্বোচ্চ। তাছাড়া এক্ষেত্রে রো লাগবে একটি বেশী। আশা করি সমস্যাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ
Android এর কোন version থেকে সরাসরি বাংলা দেখা যায় কোন সেটিংস না করে? যেমন Opera mini তে গিয়ে opera:config টাইপ করে সেটিংস করে বাংলা সাইটে বাংলা দেখা। icecream-sandwich নাকি jelly bean?
icecream-sandwich
icecream-sandwich নাকি jelly bean নাকি তারও আগের কোন version থেকে সরাসরি বাংলা দেখা যায় কোন সেটিংস না করে?
কীবোর্ডটা এত ভাল লেগেছে যে, এটা আমি আমার ফোনের রমের জিপ ফাইলে এ্যাড করেছি ডিফল্ট হিসেবে। সমস্যা আছে একটা। হাইট একটু বেশি, স্ক্রিনের অর্ধেক ঢেকে যায়। Apk ফাইলটা এডিট করে ডিফল্ট হাইট ৮০% আর থিম নীল রং করা যাবে কি সমাধান তো। এই কীবোর্ডের একটা আইফোন ভার্সন পেলে অনেক ভাল হত। আপনার কল্যাণ কামনা করছি।পেলে বেশ উপকার হ
অনেক ধন্যবাদ আপনাকে। ভার্সন 3.0 তে সেটিং এ কীবোর্ডের হাইট ইচ্ছামত দেয়া যায়। আর আইফোনের থিম আসছে…
সমস্যা-১: সংখ্যা লিখতে খুবই কস্ট হচ্ছে। লে আউটের ১ম ভিউতে চেপে ধরলে ইংরেজি সং্খ্যা লিখা যায় এটা মানা যায়। কিন্তু নাম্বার মুডে আবার প্রথমেই ইংরেজি টেনে আনার ফলে বাংলা সং্খ্যা লিখতে নিদারুণ কস্ট ভোগ করতে হচ্ছে। তাই বিনীত অনুরোধ নাম্বার মুডে বাংলাকেই অগ্রাধিকার দিন। ১০-০৮-১৯৯০- এই তারিখটা লেখতে গেলে কতোবার,,,, ক্লান্ত :(
সমস্যা-২: লিখার সময় কীবোর্ড ১বার শো করলে স্ক্রীনে টাচ করলে হাইড হয় না। বরং রোটেশনের সাহায্যে হাইড করতে হয়। বেশ বিরক্তিকর ও সময় ব্য্য (বেয় লিখা যাচ্ছে না কেনো? ) হয়।
সমস্যা-৩: C.C.P. FEATURE এ মার্ক করা অবস্থায় v বাটনে লং প্রেস করলে কীবোর্ড স্টপ হয়ে যায়।
সমস্যা-৪: এরো কী যোগ করলে ভালো হয়।
সমস্যা-৫: প্রশ্নবোধক চিহ্নকে ১ম পেজে আনলে ভাল হয়।
আমি আবারো বলছি, প্লিজ, নাম্বারের ১টা বিহীত করুন। বাংলা সং্খ্যা লিখতে খুবই কস্ট হচ্ছে; সহজ করে দিন
সমস্যা ১: ব্যাপারটা ঠিক করা হবে আশা করি।
সমস্যা ২: কীবোর্ড হাইড করার জন্য ব্যাক বাটন প্রেস করতে হবে, এটা কীবোর্ড কন্ট্রোল করে না, আপনার সিস্টেম কনট্রোল করে।
সমস্যা ৩: আপনার ফোনে এই ফিচার কাজ করবে না, সেটিং থেকে এটি অফ করে দিন।
সমস্যা ৪: প্রথম পেজেই সাজেশন বারে প্রশ্নবোধক চিহ্ন দেখায়। তাছাড়া ডট/দাড়িতে লং প্রেস করলেও দেখতে পারবেন।
এটা আমার এন্ড্রয়েডের সবচেয়ে ফেভারিট এপ্লিকেশন …. :)
<3 <3 রিদ্মিক কিবোর্ড দিয়ে আমার টাইপিং স্পিড থ্রিজি স্পিড পাইসে..
। এখন আমার কম্পুটারের অভ্র কি বোর্ড এর প্রায় সমান হয়…. :) হুহ এখন মোবাইল দিয়েই আমি ব্লগ লিখি এবং ফেসবুকে বাংলায় চ্যাটিং করে এক্সট্রা ভাব নেই…. B| আই লাবু রিদ্মিক…. আই লাবু এটার ডেভেলপার কে…… ও ভাই কই গেলেন কই গেলেন…..ভাই আপনার এফ আইডির লিংক টা দেওয়া যাবে?? আপনার চাঁদবদন টা দেখতাম আর আপনাকে ফলো করে ধন্য হতাম….. :) :)
অনেক অনেক ধন্যবাদ এত্ত সুন্দর একটা এপ্লিকেশন উপহার দেবার জন্য….. :) :) :) :*
thank you so much for the nice words.
here’s the url: http://facebook.com/sha404
I m use micro ax canvas tab P650, when I install ridmik keyboard , I saw error massage.
It’s unknown error code during application: “-24″
Please solve it
অসাধারণ একটা কিবোর্ড।। কিন্তু,একটা ঝামেলাই ফেস করি সবসময়।। আমি রুটেড ইউজার।। রিদমিক কিবোর্ডকে সিস্টেম অ্যাপ বানানো যায় না।।
সিস্টেম অ্যাপ বানালেই বারবার ফোর্স ক্লোজ হয়।। সবচেয়ে পছন্দের এই কিবোর্ডটাকে সিস্টেম অ্যাপ হিসাবে ইউজ করতে পারলে খুবই ভালো হতো।।।।
ধন্যবাদ আপনাকে। দুঃখিত যে এ ব্যাপারে সাহায্য করতে পারছি না।
I wrote Bangla but Bangla displayed
# kal – কাল
# ami – অািম
please help me?
‘কাল’ ঠিকমতই দেখাচ্ছে। এন্ড্রয়েডে টাইপ করা হয় “ইউনিকোডে”, আর ইউনিকোডের নিয়ম হচ্ছে এ-কার, ই-কার এগুলো বর্ণের পরে দিতে হবে
ভাই সামিম
আমি আপনার রদ্মিকি ডাউনলো করেছি ফ্রান্স থেকে / আমার সমস্যা হচ্ছে — Message send হয় না , কিন্তু Message বোডে বাংলা লেখা হয় চমৎকার , যখন send বাটনে চাপ দেয়া হয় তখন এই লেখা টি আসে Message may be corrupted on recipient device . Change input mode to automatic .
আমি settings – language and input থেকে automatic on / off করে বহু চেষ্টা করে দেখেছি / দয়া করে আমাকে সমাধান দিবেন / বাংলায় মেইল পাঠাতে কোন সমস্যা নাই /
আমার ই -মেইল – kahamed618@gmail.com
ধন্যবাদ
15-01-2014
ভাই সামিম
আমি আপনার রদ্মিকি ডাউনলো করেছি ফ্রান্স থেকে / আমার সমস্যা হচ্ছে — Message send হয় না , কিন্তু Message বোডে বাংলা লেখা হয় চমৎকার , যখন send বাটনে চাপ দেয়া হয় তখন এই লেখা টি আসে Message may be corrupted on recipient device . Change input mode to automatic .
আমি settings – language and input থেকে automatic on / off করে বহু চেষ্টা করে দেখেছি / দয়া করে আমাকে সমাধান দিবেন / বাংলায় মেইল পাঠাতে কোন সমস্যা নাই /
আমার ই -মেইল – kahamed618@gmail.com Phon model no- GT-N7000 Samsung Note
ধন্যবাদ
ফায়ারফক্স এর এদ্দ্রেস /সার্চ বারে ফোনেটিক বাংলা লেখা যায় না। আশা রাখি সমাধান হবে।
ধন্যবাদ।
Sorry but I can’t get it to work properly. It seems so simple to change the language to English but I can’t find it. I have read and tried changing the available settings..Hope you can help me. Running Android 4.0.4 here.
got it! Tricky. But I got it. And as I originally thought, great app!
ami Facebook bangla likte chai
kon option a gale bangla lekha jabe bolben ki
ভাইয়া আমার সমমনা গেলা, আিম যা িলিখ তা ওেননর্া বুেঝনা, আবার আিমও তােদরটা বুঝেত পারিছনা েকমন েজেনা েভংেগেছ েভংেগেছ আসতেছ্,
ওরে দাদা গো, সবই খুব ভালোই করেছেন
শুধু বাংলা ফোনেটিক দিয়ে ” প্র ” এর গায়ে স্বরদুর্বিষহ দিলেই ভেঙেচুরে যায়!
এ যে কি দুর্বিষহ যন্ত্রণা!! :O :/
Midmik keyboard is great application but যখন আমি আমার Internet browser বা Facebook ওপেন করে সারচ বকক্সসে বাংলায় টাইপিং করতে যায় তখন যদিও আমার কিব্রর্ড বাংলা মোডে থাকে সারচ বকক্সসে বাংলা লেখা যাইনা।
র্যাপ লেখা যাচ্ছে না, যার্প হয়ে যাচ্ছে। র এর পরে কোন ভাবেই য ফলা দেওয়া যাচ্ছে না /
এটা ঠিক মতই লেখা হচ্ছে, আপনার ফোন সঠিকভাবে রেন্ডার করতে পারছে না, অন্যরা ঠিকই দেখতে পাচ্ছে। অনেক ফোনেই এই সমস্যা হয়। এটা কীবোর্ডের সমস্যা নয়।
I need bangla support my mobile is sanding beam i8530
Plzzz launch Ridmik in Windows phone 8..plzzz there is no bangla keyboard in windows phone…we r having trouble…so plzzz creat the app for us
Please search for চন্দ্রবিন্দু (Link) in windows phone store.
Windows phone and iPhone doesn’t have third-party keyboard support like Android (which is a pretty big issue). That’s why we’re not interested in developing for these phones.
Creat the ridmik for windows phone 8…plzzzz
vaii paye dhori… windows phone 8er jonne ridmik keyboard ber korenn plzzzzz
I need bangla support in my mobile. thanks
ভাই,
আপনার অতরিদ্মিক কিবোর্ডের সুনাম করার কোন দরকার আছে বলে মনে করি না।
কিছু সাজেশন/বাগ রিপোর্ট ছিল।
১. অনেক সময় বাংলা লেখা মুছা যায় না। কোন একটি নির্দিষ্ট অক্ষর, এর আগে পিছের সবই মুছা যায় কিন্তু ওটা মুছা যায় না। এটা এ্যন্ড্রয়েডের বাগ ও হতে পারে। আমি নিশ্চিত না।
২. থিমগুলো সত্যিই outdated হয়ে গেছে। নতুন থিমের যোগান দিলে ভাল হয়। (আমি নিজে গুতাগুতি করে কিছু ২টা থিম চেঞ্জ করেছি। সেগুলোর স্ক্রিনশট মেইল করে দিয়েছি। আপনি সম্ভব হলে এ্যড করবেন এরকম/এর চেয়ে দেখতে ভালো থিম।
৩. থার্ড পার্টি থিমের ব্যবস্থা করলে ভালো হয়। Go/Dodol/Smart কিবোর্ড এর থিম গুলোর সাপোর্ট থাকলে ভাল হয়। খুব ভাল লাগবে।
৪. Xperia কিবোর্ডের থিম তিনটা খুব ভাল দেখতে। সম্ভব হলে এ্যড করবেন।
৫. Emoticon/Smiley তে Graphical & Code উভয়ের অপশন থাকলে ভাল হয়। যার যেমন পছন্দ
৬. Emoticon আরো কিছু বাড়ালে ভাল হবে।
Overall রিদ্মিক is unbeatable (mainly because of Phonetic typing). কিন্তু এই সাজেশন গুলো consider করলে মনে করি আরো ভাল হবে, গ্রহণযোগ্যতা বাড়বে।
ধন্যবাদ, এরকম একটা জিনিস উপহার দেওয়ার জন্য।
আমি যদি “আপনি” লিখতে চাই,তো লেখা ওঠে “আপ্নি”। এই সমস্যাটা কেনো হয়?
যেখানে অটোমেটিক সংযুক্ত হয়ে যায়, কিন্তু আপনি চান না, সেখানে একটি অতিরিক্ত o লিখুন, যেমন: aponi
good
আমি আজ জানলাম বাংলা লিখতে এত সহজ দয়ান্নবাদ
অনেক ধন্যবাদ ভাই।আপনার প্রতি প্রতি মূহুর্তে আপনার কাছে ঋণী।আইফোনের জন্য সফটওয়্যারটি ডেভেলপ করলে অনেক মানুষ উপকৃত হত।ধন্যবাদ….
your keyboard is awesome..but only disappointing..i did not find out, jukta kha in unijoy layout.
so plz advise me how can i write jukta kha ?
thank you
How to write REF as in তর্ক torko
I can do easily in Avro http://writebangla.com/WriteAvroPhoneticBangla.html
ষাট উর্দ্ধ বৃদ্ধ also need REF urddho
Thanks; I may have missed some mapping
Thanks for very fast response!
তর্ক – torrko
use “rr” for ref.
উর্দ্ধ – urrddho
ষাট – ShaT
বৃদ্ধ – brriddho
also please see this note: https://www.facebook.com/notes/ridmik-lab/bangla-phonetic-typing/119222231564393
Above response to my REF problem as newbie
অনেক অনেক ধন্যবাদ দাদা,
অসাধারণ কাজ করেছেন আপনি,
তবে, ডানে উপরে নিচে যাওয়ার জন্যে বাটন থাকলে সুবিধা হতো খুব। মাঝেমাঝে একটা ওয়ার্ড এর কাছে যেতে খুবই সমস্যা হয়। তাই ওই বাটনগুলো থাকলে ২ – ১ টা ওয়ার্ড এদিক সেদিক যেতে ওই ঝামেলা হতনা। কিছু করা যায় কি ?
অসংখ্য ধন্যবাদ, এরকম একটা app উপহার দেওয়ার জন্য।
:-)
অনেক অনেক ধন্যবাদ দাদা,
অসাধারণ কাজ করেছেন আপনি,
তবে, ডানে উপরে নিচে যাওয়ার জন্যে বাটন থাকলে সুবিধা হতো খুব। মাঝেমাঝে একটা ওয়ার্ড এর কাছে যেতে খুবই সমস্যা হয়। তাই ওই বাটনগুলো থাকলে ২ – ১ টা ওয়ার্ড এদিক সেদিক যেতে ওই ঝামেলা হতনা। কিছু করা যায় কি ?
অসংখ্য ধন্যবাদ, এরকম একটা app উপহার দেওয়ার জন্য।
:-)
Bhai pls help me. Amar mobile bangla support korena.Ridmik diye bangla likhle।।। e rup hoye jay. Amar mobile a ki bangla dekhte parbo.
ধন্যবাদ, এত সুন্দর application উপহার দেওয়ার জন্য। lenovo Tab A 1000. ( Android version : 4.1.belly bin) -থেকে যখন kingsoft office -এর word এ লিখছি তখন অসুবিধা হচছে। যেমন বাবা লিখতে গেলে-” বা বা” টাইপ হচছে। অর্থাৎ cursar বা-এর পর সরে যাচ্ছে, আবার” বা বা” back space দিয়ে এক জায়গায় করলে প্রথম ” বা” এর আকার থাকছে না। সসাধান কীভাবে হবে?
আমার phonsed এ জোরপূরবক বনধ করুন লেখা আসে !
জানাবেন,
Thanks for awesome keyboard.
Now I face a problem on samsung s7562 device.
ব ি
তুম ি
hossi kar
pere porche.kintu age thik chili
Please help me. Waiting for your responce.
Thanks in advance.
এই কিবোর্ড এক কথায় অসাধারণ………….
কিন্তু ফোনপ্যাড এ লিখে অভ্যস্ত বলে পারিনা…….
অনেক কষ্ট হয়………
প্লিজ ভাইয়া যদি ফোনপ্যাড টা দিতেন তো অনেকের খুব ভাল হতো……
বাংলা থেকে ইউনিজয় এ যেতে একবার বেশি সুইপ করতে হবে বলে ফোনপ্যাড না দিয়ে এত বড় ক্ষতি আমাদের করবেন না…..প্লিজ ভাইয়া :’( :’(
প্রথমেই ধন্যবাদ এতো চমৎকার একটি কাজ আমাদের উপহার দেয়ার জন্য। আমার ছোট্ট একটি সমস্যা উপস্থাপন করছি। আশা করি এর সমাধান দিয়ে উপকৃত করবেন।
রিদয় (Heart) শব্দটি কিভাবে লিখবো বুঝতে পারছি না।
হৃদয়
ইউনিজয় কিবোর্ড দিয়ে লেখুন। হ এর নিচে ৃ দেন
ভাই আমি এই কী-বোড ব্যবহার করে খুব মজা পাইছি।
অসাধারণ কি-বোর্ড। বাংলাতে লেখার সবচেয়ে ভাল কি-বোর্ড।
আমি একটা সাজেশন দিতে চাই। নতুন তৈরি করা – জ এর নিচে ফুটকি ওলা লেটার টি যোগ করুন, যেটি ইংরাজি z এর উচ্চারণ করে। উদাহরণ – zee, assumption, music এগুলিতে z এর উচ্চারণ এর যায়গায় ওই লেটারটি চাই, জ এর বদলে। খুবই ছোট কাজ। shift + j (I.e. J) ঢুকিয়ে দিন।
ইউনিজয় layout এ “ক্ষ”, “হ্ম” কিভাবে লিখব? “ক্ষ” screen এ থাকা উচিত ছিল।
Type করার সময় Keymap কিভাবে পাবো?
Its ofcourse a good keyboard. But i am facing a small problem.while typing a word if i select any suggested word from the word suggestion panel then a space is automatically added after that selected word. So how to disable this auto space. please reply,anyone….
ভাই। রিদ্মিক কিবোর্ড এককথায় অসাধারণ। আমার মতে এই কিবোর্ড এর জন্য বাঙালী জাতি সারাজীবন আপনার কাছে ঋণী থাকবে। অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই। আমার ১টা রিকুয়েস্ট ছিল, নতুন কিছু থিম যোগ করলে ভাল হয়। যেমন Android L meterial theme. প্লিজ ব্রো। ডু সামথিং
v বাটনে চেপে ধরলে unfortunately ridmik keyboard has stopped এই কমান্ডটা আসে।
এটা কি কোন bug? না কি আমার সমস্যা!
iOS e Ridmik Keyboard release korsen koyekdin aage..bt only for iOS 8 or late…why????amra ios 7 user ra ki dosh korlam….iPhone 4 e iOS 8 update dewa jay na.bt 7 to ache..so my request apnara ios 7 er jonno kisu koren..
I’m a Ridmik Keyboard user for long time. I set Ridmik Keyboard as default keyboard. After sometimes, default keyboard automatically changes to Android Keyboard!! This is occurring in my Walton and Samsung Mobiles. And ং was much more convenient like Avro in default position like previous versions instead of ঙ. Thanks.
I’m a Ridmik Keyboard user for long time. ং was much more convenient at “Q Position” like Avro in default position like previous versions instead of ঙ. Why have you charged it? Thanks.
Mr. Dr. Shohag,
The position is correct right now as per the standard layout. Previously they were in wrong position.
ধন্যবাদ হাসনাত ভাই,
আপনার এই বিজ্ঞাপন মুক্ত এ্যপিটর জন্য। যার সাহায্য নিয়ে এই মুহূর্তে হাতের এন্ড্রয়েড ফোন থেকে আপনাকে লিখছি। এটি একটি সুন্দর কীবোর্ড সমাধান – যার ব্যবহার আনন্দের সঙ্গে উপভোগ করছি।
আপনাকে আবারও ধন্যবাদ আইপ্যাড ভার্সন মুক্ত করার জন্য। আমি সম্প্রতি আইপ্যাড ৪ এর আইওএস ৮ এ ইন্সল করেছি। আমার স্বল্প অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি সমস্যা আপনার নজরে আনছি এবং আপনার সহযোগিতা কামনা করছি।
১। আইপ্যাডে আপনার ইউনিজয় কিবোর্ডে ‘।’ (দাড়ি) চিহ্নটি পাচ্ছিনা।
২। শিফট কী এর ডানে ‘রফলাা এবং ‘যফলা’ কাজ করছেনা। ্+র এবং ্+য দিয়ে কাজ চলানো যাচ্ছে।
৩। ু চিহ্নটি কাজ করছে কিন্তু দৃশ্যমান নয়।
৪। ্ চিহ্নটি দৃশ্যতঃ খুবই ছোট।
৫। সবার উপরে ডানের কী’টি কাজ করছে ‘ড়, ঢ় এবং ০’ হিসাবে। কিন্তু দৃশ্যতঃ যাহা ড হয়ে আছে।
মন্তব্য: এন্ড্রয়েড ভার্সনটির মত ‘দাড়ি’ এবং ‘কমা’ চিহ্নটি স্থাপন করা যেতে পারে।
সমৃদ্ধ ভবিষ্যত কামনায়,
এম মুখলেছ
অনেক ধন্যবাদ আপনাকে
1. দাঁড়ি বা ফুলস্টপ দিতে স্পেসবারে ডাবল প্রেস করুন
2. নতুন আপডেট এপ্সটোরে সাবমিট করা হয়েছে, দুই-একদিনের মধ্যে পেয়ে যাবেন, এতে এটা ঠিক করা হয়েছে
3, 4. এটি ফন্টে সমস্যার জন্য হয়েছে, আমরা ফন্ট নিয়ে অনেক সময় ব্যয় করেছি, এটি ঠিক হতে আরও সময় লাগবে
5. এটি ঠিক হবে আরেক আপডেটে..
আবারো ধন্যবাদ আপনাকে সমস্যাগুলো জানানোর জন্য
প্রিয় হাসনাত ভাই,
উপরেের লিখায় ‘এ্যাপটির’ পরিবর্তে ‘এ্যপিটর’ টাইপ হয়েছে! অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি।
হাসনাত ভাই,
আর একটি বিষয়, ডাবল স্পেস ‘দাড়ি’ হিসাবে কাজ করছেনা! যদি সম্ভব হয়, দৃশ্যমান ফন্টের সাইজ আর একটু বড় করা যেতে পারে এবং স্ক্রীন সাইজের সঙ্গে এডজাষ্টেবল হিসাবে রেস্পনসিভ করা ডেতে পারে।
দ্রুত ডাবল স্পেস দিয়ে চেস্টা করুন
প্রথমেই বলে নেই: অসাধারণ কিবোর্ড। অ্যান্ড্রয়েডে বাংলা টাইপিংয়ের জন্য রিদ্মিকের ওপর কথা নেই।
কিন্তু বুঝতেই পারছেন, অভিযোগ/অনুযোগ করার জন্যই কমেন্ট করছি। অনেকদিন ধরে স্যামসাং গ্যালাক্সি নোট টুতে রিদ্মিক ব্যবহার করছি (প্রথমে অ্যান্ড্রয়েড ৪.১, তারপর ৪.৩), যেখানে র্যান্ডমলি একটা সমস্যা হয়। রিদ্মিক দিয়ে লকস্ক্রীনে পাসওয়ার্ড টাইপ করে এন্টার দিলে প্রথমে পাসওয়ার্ডটা চলে যায় (মানে পাসওয়ার্ডের টেক্সট বক্সটা খালি হয়ে যায়), তারপর আবার ফিরে আসে, কিন্তু স্ক্রীন আর আনলক হয় না। পাসওয়ার্ডটা মুছে আবার টাইপ করলেও একই সমস্যা হয়। অন্য কীবোর্ডে (নন-রিদ্মিক) গিয়ে পাসওয়ার্ড না দেয়া পর্যন্ত এটা চলতেই থাকে। (নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু যদ্দূর মনে পড়ে রিদ্মিক -> অন্য কীবোর্ড -> রিদ্মিক করলেও কাজ করে।)
সমস্যাটার সমস্যা (:P) হচ্ছে, এটা সবসময় হয় না, এবং যখন হয়, তার মাঝে আমি কোন প্যাটার্নও দেখি না। এতদিন ভাবতাম এটা হয়ত স্যামসাংয়ের টাচউইজ ইউআই (এবং আমি ফোনে যেসব হাবিজাবি মডিং করেছি) সংক্রান্ত কোন একটা সমস্যা। কিন্তু এখন নতুন আসুস যেন্ফোনেও (অ্যান্ড্রয়েড ৪.৪.২) একই সমস্যা দেখতে পাচ্ছি – সুতরাং সমস্যাটা ইউআই সংক্রান্ত না হওয়ারই কথা।
যখন এই সমস্যাটা হয়, তখন রিদ্মিকের নিচের ডান কোনায় এন্টার কি থাকে, এবং যখন হয় না, তখন এন্টারের জায়গায় “Done” বাটন থাকে। এটা কি তাহলে কীবোর্ড ঠিক “মোডে” না আসার কারণে হচ্ছে? (কাছাকাছি একটা সমস্যা দেখেছি রিদ্মিকে: যেসব টেক্সট এন্ট্রিতে শুধু সংখ্যা দেয়া যায়, সেসব ক্ষেত্রে বেশিরভাগ কীবোর্ডই একটা নাম্বার প্যাড দেখায় – স্বাভাবিক কীবোর্ডের বদলে। কিন্তু রিদ্মিক মাঝে মাঝে নাম্বার প্যাড দেখায়, আবার মাঝে মাঝে পুরো কীবোর্ড দেখায়। অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলে সাধারণত নাম্বার প্যাডটা ঠিকমত আসে।)
জানি এই বাগটা সমাধান করা বেশ কঠিন হওয়ার কথা। আমি জানিয়ে রাখলাম, যদি সমাধান করতে পারেন, এই ভক্তের অনেক অনেক ধন্যবাদ পাবেন :D
সমস্যাটা নিজে না দেখলে ঠিকভাবে বলতে পারবো না এর কারণটা কী। সমস্যাটা পেলে অবশ্যই ফিক্স করার চেষ্টা করবো। আর এক্ষেত্রে যখন দেখবেন “Done” লেখা নেই, তখন কিবোর্ড ক্লোজ করে(ব্যাক বাটন প্রেস করে) আবার ওপেন করে (টেক্সট বক্সে টাচ করে ) চেষ্টা করে দেখতে পারেন। কীবোর্ড যখন ওপেন হয় তখন টেক্সটফিল্ড কিরকম তার উপর ভিত্তি করে এই কোনার কী-টা নির্ধারিত হয়, কিন্তু এরপর মোড চেঞ্জ করলে আবার ডিফল্টে চলে যায়, এটা একটা বাগ। ধন্যবাদ আপনাকে।
হাসনাত ভাই, আপনার reply এর অপেক্ষায় আছি।